• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০১:১১:১৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশের বিপক্ষে নামার আগে বিধ্বস্ত পাকিস্তান পেল দুঃসংবাদ


রবিবার ২৯শে অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪১



বাংলাদেশের বিপক্ষে নামার আগে বিধ্বস্ত পাকিস্তান পেল দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

সেমিফাইনালে খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের শেষটুকু দিয়ে লড়াই করে। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাবর-রিজওয়ানরা। এতে করে সেমিফাইনালে খেলা পাকিস্তানের জন্য আরও কঠিন হয়ে পড়ল। 

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ে হওয়া ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের হাফসেঞ্চুরিতে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা এইডেন মার্করামে ৯১ রানে ভর করে ১৬ বল ও ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। 

এমন দুঃখজনক হারের পর ম্যাচ শেষে আইসিসি থেকে আবার দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে পুরো পাকিস্তান দলকে। এর জন্য প্রতিটি খেলোয়াড়ের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) এই খবর জানিয়েছে আইসিসি। 

প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শুরুর পর প্রোটিয়াদের বিপক্ষে হারটি ছিল পাকিস্তানের টানা চতুর্থ পরাজয়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান ম্যান ইন গ্রিনদের। 

এই ম্যাচেই বোলিংয়ের সময় বরাদ্দকৃত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল শাহিন-হারিসরা।। যে কারণে জরিমানা গুনতে হচ্ছে বাবর আজমদের। 

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দকৃত সময় বিবেচনায় লক্ষমাত্রা থেকে ৪ ওভার পিছিয়ে থাকায় এই ম্যাচের ম্যাচ রেফারি রিচই রিচার্ডসন পাকিস্তান দলকে জরিমানা করেন। আইসিসির নিয়মানুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করা হয়। 

পাকিস্তান পরবর্তী ম্যাচে মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->