• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৬:৩৭ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

রাতপোহালেই শুরু নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ


শনিবার ১লা জুন ২০২৪ বিকাল ০৪:৪৬



রাতপোহালেই শুরু নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

এইপ্রথম ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রথম একাধিকদেশে বসছে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপআসর। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রযৌথভাবে এবারের আসরের আয়োজক। 

যুক্তরাষ্ট্রেরশহর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী ম্যাচটি দিয়ে শুরু হবে এ মহারণ। 

নবমটি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপ শীর্ষ দুই দল উঠবে সুপারএইট পর্বে। দুটি সেমিফাইনাল শেষে ২৯ জুন ফাইনালেরমধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

২০২২সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের শীর্ষ আট দল সরাসরিকোয়ালিফাই করেছে এবার। স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র‌্যাংকিংয়েরবিচারে জায়গা পায় বাংলাদেশ ও আফগানিস্তান। এরপরবাছাই পর্ব খেলে বিশ্বকাপে গেল নামিবিয়া, উগান্ডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান, নেপাল, পাপুয়া নিউগিনি ও কানাডা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুটি দল একাধিক শিরোপাজিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালেএবং ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া একবারকরে শিরোপা জিতেছে। ফেভারিট দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাএখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপজিততে পারেনি।

বিশ্বকাপেবাংলাদেশ কখনই সেমিফাইনালে খেলতে পারেনি। পাঁচবার দ্বিতীয় রাউন্ডই সেরা সাফল্য। ৮ জুন সকালেশ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এই বিশ্বকাপে যাত্রা হবে টাইগারদের। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এরপর ১০ জুন নিউইয়র্কেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১৩ জুন সেন্টভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুনসেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

এবারেরবিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে ১৬টি ম্যাচ, বাকিগুলো ওয়েস্ট ইন্ডিজের ছয় ভেন্যুতে হবে।সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল সবইওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে। ২৯ জুন বার্বাডোজেফাইনাল।

এবারকি নতুন কোনো দেশে যাবে বিশ্বকাপ, নাকি পুরনোদের কেউই পাবে ট্রফির স্বাদ? ২৯ জুন বার্বাডোজফাইনালশেষে জানা যাবে এই প্রশ্নের উত্তর।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->