চ্যানেল এস ডেস্ক:
আগামী ৩১ ডিসেম্বর চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। দিনে এক লাখ ৩০ থেকে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করছেন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর থার্টি ফাস্টের রাতে উড়ানো ফানুসের কারণে মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ে মেট্রোরেলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস উড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস উড়ানো বন্ধের অনুরোধ জানিয়েছেন এম এ এন ছিদ্দিক।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪ তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।
ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাও অংশের মতো রাত পর্যন্ত চলবে।
ভিড়ের কারণে দুই থেকে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়ারে ট্রেনে উঠতে পারছেন না বলে জানিয়েছেন এম এ এন ছিদ্দিক। এ জন্য ট্রেনে উঠানামার নিয়ম মানতে অনুরোধ জানিয়েছেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, কাওরানবাজার স্টেশনে প্রবেশ ও বহির্গমনের সব পথ এখনো নির্মিত হয়নি। শাহবাগে একটি লিফটের কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজ হাসপাতালে রোগীদের উঠানামায় র্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুনঃ