• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৫:০০ (02-May-2024)
  • - ৩৩° সে:

খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবির সদস্যের ১০ বছরের কারাদন্ড


মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮



খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবির সদস্যের ১০ বছরের কারাদন্ড

খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবির সদস্যের ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া আরো দুটি পৃথক ধারায় সাত বছর ও ছয় মাসের কারাদ- দেওয়া হয়। তবে তাদের পড়াশোনা ও বয়স বিবেচনায় তিনটি মামলার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক ও মোঃ মোজাহিদুল ইসলাম রাফি। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রায় ঘোষণার পর দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনজীবীরা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। তারা দুইজনই জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ