• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৯:৪১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত জুটমিল শ্রমিকের


শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৫৬



যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত জুটমিল শ্রমিকের

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বসন্ত দেবনাথ (৭৮) নামে অবসরপ্রাপ্ত এক জুটমিল শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজঘাট এলাকার মাইলপোস্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বসন্ত দেবনাথ উপজেলার একতারপুর গ্রামের মৃত আল্লাদ দেবনাথের ছেলে। তিনি রাজঘাট এলাকায় কার্পেটিং জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও নিহতের প্রতিবেশী রেজা ফারাজী জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বসন্ত দেবনাথ কার্পেটিং জুটমিল সংলগ্ন বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।

এ ব্যাপারে যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান মুঠোফোনে জানান, অভয়নগরে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->