• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:২৭:২৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০


বুধবার ৮ই মে ২০২৪ দুপুর ০১:০৩



নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিজ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন ও আনারস প্রতীকের আব্দুল বাকির গ্রুপের মধ্যে আজ বুধবার সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে আহতদের মধ্যে হুমায়ুন কবির লিটন (৪০) ও সিদ্দিক (৩০) নামে দুজনের নাম জানা গেছে।

পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের সমর্থক আহত হুমায়ুন কবির লিটন বলেন, ‘কাপ পিরিজ প্রতীকের সমর্থক ও স্থানীয় আল আমিনের (৩৪) নেতৃত্বের টিপু (৩১), দুলালসহ (২৭) ১০ থেকে ১২ জন কেন্দ্রের ভেতরে আমাদের ওপর হামলা করে। আমি আনারস প্রতীকের এজেন্ট ছিলাম, আমাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমাদের লোকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।’ 

তবে অভিযুক্ত কাপ-পিরিজের সমর্থক আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন আব্দুল বাকিরের সমর্থক হুমায়ুন ও তাঁর লোকজন। পরে সামান্য হাতাহাতি হয়েছে এবং আমাদের ১০ জনকে এলোপাথাড়ি কিলঘুষি দিয়ে পিটিয়ে আহত করেছেন। আমরা কাউকে আঘাত করিনি।’

নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি, কারা কারা এ ঘটনায় জড়িত। পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ পুনরায় চলছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ