• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ ভোর ০৫:১৭:০৮ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানে সেরা কোহলি, উইকেটে হাসারাঙ্গা


সোমবার ১৪ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:০১



টি-টোয়েন্টি বিশ্বকাপে রানে সেরা কোহলি, উইকেটে হাসারাঙ্গা

ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ফিরেছে ইংলিশদের রাজত্ব। মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ইংল্যান্ড।

বিশ্বকাপ শেষেই টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। আর সর্বোচ্চ উইকেটের মালিক শ্রীলঙ্কান স্পিনার ওয়ানান্দু হাসারাঙ্গা।

সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ভারতের বিরাট কোহলির রান ২৯৬। এই ব্যাটার ৬টি ইনিংস খেলে চারটিতে তুলে নেন অর্ধশতক। টিম ইন্ডিয়া ফাইনালে যেতে না পারলেও বিশ্বকাপের সর্বাধিক রানের তালিকায় তাকে কেউ পেরিয়ে যেতে পারেননি। অন্যদিকে, সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়া শ্রীলঙ্কা দলের স্পিনার ওয়ানান্দু হাসারাঙ্গা নিয়েছেন ১৫ উইকেট।

সর্বাধিক রান সংগ্রাহক:

বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান

ম্যাক্স ও দাউদ (নেদারল্যান্ডস)- ২৪২ রান

সূর্য কুমার যাদব (ভারত)- ২৩৯ রান

জস বাটলার (ইংল্যান্ড)- ২২৫ রান

কুশাল মেন্ডিস (শ্রীলঙ্কা)- ২২৫ রান

সর্বাধিক উইকেট সংগ্রাহক:

ওয়ানান্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৫ উইকেট

স্যাম কারেন (ইংল্যান্ড)- ১৩ উইকেট

ডি লিড (নেদারল্যান্ডস)- ১৩ উইকেট

ব্লেসিং মুজারাবানি ( জিম্বাবুয়ে)- ১২ উইকেট

জশুয়া লিটল (আয়ারল্যান্ড)- ১২ উইকেট

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ