• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ দুপুর ০২:০৪:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

১০:৪০ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
অপরাধ
নারী নির্যাতন
শিশু-কিশোর অপরাধ

খুলনা খালিশপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার; ৩ ধর্ষক আটক


মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:৪০



খুলনা খালিশপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার; ৩ ধর্ষক আটক

প্রতীকী ছবি

খুলনা খালিশপুরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় মদিনাবাগ আবাসিক প্রকল্পের একটি নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ৩ ধর্ষককে আটক করেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, স্কুল ছাত্রী তার বন্ধু মারুফের সাথে ইজিবাইকে ঘুরতে বের হয়। এ সময় তার বন্ধু মেজবা ফোন করে স্কুল ছাত্রীকে তাদের বাসা পাবলা সবুজ সংঘের মাঠ এলাকা নিয়ে আসতে বলে। তারা সেখানে গেলে মেজবাসহ আরো ২ জন মারুফ ও স্কুল ছাত্রীকে মদিনাবাগ আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে মারুফকে আটকে রেখে নির্মানাধীন একটি ভবনে তার প্রেমিকাকে ওই ৩ জন পালাক্রমে ধর্ষণ করে। পরে প্রেমিক মারুফ ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষণের শিকার ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং  ধর্ষক মেজবা উদ্দীন,  ইমন মোল্যা ও শিমুল চৌকিদারকে আটক করে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->