• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১২:২৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

নারী টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসদের মিশন শুরু আজ


রবিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:৩৫



নারী টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসদের মিশন শুরু আজ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

অঘটন দিয়ে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল। কেপটাউনের নিউল্যান্ডসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চমবারের মতো খেলতে নামছে টাইগ্রেসরা। তবে বিশ্ব আসরে নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনদের পারফরম্যান্স খুবই হতাশাজনক। ২০১৪ সালে ঘরের মাঠের টি–টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে জেতা ছাড়া নেই তেমন কোনো সুখস্মৃতি। তবে এবার সেই খরা কাটিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঘিনীদের।

শনিবার (১১ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা সে লক্ষ্যের কথাই জানিয়েছেন। জ্যোতি বলেন, ‘আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি, তা দেখানোর সুযোগটি নিতে চাই। মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা এখানে সেমিফাইনাল খেলতে এসেছি।’

এবার বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে খেলে সেমির স্বপ্ন দেখাটা বাস্তবসম্মত কিনা, তা নিয়ে কিছুটা প্রশ্ন থাকছেই। তবে নিগারকে দলের খেলোয়াড়দের মধ্যে ঐক্য স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সবার মধ্যে বন্ধনই আমাদের শক্তি। আমরা তখনই একটা ম্যাচ জিততে পারব, যদি দল হিসেবে খেলতে পারি। আমাদের দলে অন্যদের মতো পাওয়ার হিটার নেই, ভালো ফিনিশার নেই। তবে আমরা দল হিসেবে সবাই অবদান রাখতে পারলে, তিন বিভাগেই ভালো করলে, ম্যাচ জিততে পারব।’

টাইগ্রেস অধিনায়ক কথায় আকাশসম স্বপ্ন থাকলেও ব্যাটিং নিয়ে বেশ দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কারণ বিশ্বকাপের আগে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে পরাজয় বরণ করে লাল সবুজের প্রতিনিধিরা। তাই বিশ্বকাপে ভালো কিছু করতে হলে নিজেদের প্রথম ম্যাচে তিন বিভাগেই সর্বোচ্চটা দিতে হবে।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মুশতারি।

স্ট্যান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ