• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৫:৫৫ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি  


শুক্রবার ২২শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩২



মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি  

মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে  ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, গোডাউনের জায়গা ফাঁকা রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাতে হবে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপকরণ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->