• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:৪৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই রশিদ


বুধবার ১০ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১৭



ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই রশিদ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

পিঠের নিচের অংশে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রশিদ খান। তাই ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। সফরকারীদের জন্য নিঃসন্দেহে এটি বড় দুঃসংবাদ। 

আসন্ন সিরিজে রশিদের না থাকার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। মাঠে না নামতে পারলেও দলের সঙ্গে ভারতে অবস্থান করবেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। 

প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার আগের দিন গণমাধ্যমকে ইব্রাহিম বলেছেন, 'সে পুরোপুরি ফিট নয়, তবে দলের সাথেই থাকছে। আমরা আশা করি, সে যত তাড়াতাড়ি সম্ভব ফিট হয়ে উঠবে। সে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে। আমরা তাকে এই সিরিজে মিস করব।' 

ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি রশিদ। গত নভেম্বরে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেকারণে বিগ ব্যাশ ও এসএ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না তিনি। তাকে ছাড়াই সবশেষ টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে আফগানিস্তান। ওই সিরিজেও দলের নেতৃত্বে ছিলেন ২২ বছর বয়সী ওপেনার ইব্রাহিম।

রশিদের অনুপস্থিতিতে আফগানদের স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, কাইস আহমেদ ও শরাফউদ্দিন আশরাফের ওপর। লেগ স্পিনার হিসেবে বাড়তি ভূমিকা রাখতে হবে কাইসকে। আরব আমিরাতের মাটিতে রশিদের শূন্যতা পূরণে অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। মাত্র ১১.১৬ গড়ে ৬ উইকেট নিয়ে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।

রশিদের না থাকাটা ধাক্কা হয়ে এলেও বাকি বোলারদের জন্য নিজেদের মেলে ধরার সুযোগ দেখছেন ইব্রাহিম, 'রশিদকে ছাড়া আমাদের সংগ্রাম করতে হবে, তবে ততটা নয়। তার অভিজ্ঞতা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও এটি ক্রিকেট খেলা এবং আপনার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।'

আগামীকাল বৃহস্পতিবার মোহালিতে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচ হবে ১৪ জানুয়ারি ইন্দোরে। ১৭ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।

প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সিরিজের আশায় আছেন ইব্রাহিম, 'ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলা একটি কঠিন কাজ, কিন্তু আমরা তাদের বিপক্ষে ভালো খেলতে এবং আমাদের দক্ষতা দেখাতে এসেছি। আমাদের অনেক ভালো মানের টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। আমাদের ছেলেরা ভালো ক্রিকেট খেলছে। তাই আমি নিশ্চিত, তারা ভালো খেলবে। ভারতের বিপক্ষে আমাদের একটা ভালো সিরিজ হবে।'

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->