• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:৪৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ দুপুর ০২:২৮



যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত বারেক গাজীর ছেলে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, আবুল কাশেম হাসপাতাল সড়ক থেকে যশোর-বেনাপোল মহাসড়কে উঠলে বেনাপোলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->