জসীম উদ্দিন, বেনাপোল(যশোর)প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার নাভারণে প্রতিবন্ধী বিদ্যালয় ও জীবন থেরাপি সেন্টারের সুবিধাবঞ্চিত ৭০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও শীতের জ্যাকেট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দুপুরে ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাভারণ প্রতিবন্ধি বিদ্যালয় ও জীবন থেরাপি সেন্টারের সভাপতি আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো: মনিরুজ্জামান। জুম বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি মো: শামসুল আলম।
এসময় মির্জাপুর এগ্রো ফার্মের এম, ডি মো: নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ