• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৬:৫১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

শরণখোলায় স্বর্ণ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


সোমবার ২৬শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০৭



শরণখোলায় স্বর্ণ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

ফাইল ছবি

মাহফুজ বাপ্পি, শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি :

বাগেরহাটে অভিযান চালিয়ে আন্তদেশীয় স্বর্ণ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।

সোমবার(২৬ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের আবদুল মালেক, শহিদুল হাওলাদার, বাবুল হাওলাদার, ছোট বাবুল, মোতালেব হাওলাদার এবং খেজুড়বারিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গত ৩০ নভেম্বর পাবনার ইশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স নামে একটি দোকানের তালা ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর তদন্তে নামে পুলিশ। 

গ্রেফতারকৃতদের তদন্তের স্বার্থে ঈশ্বরদীতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->