• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৪০:৪৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

হৃদযন্ত্রের সমস্যায় ছিটকে গেলেন মরোক্কান ডিফেন্ডার মাজরাওয়ি


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:১১



হৃদযন্ত্রের সমস্যায় ছিটকে গেলেন মরোক্কান ডিফেন্ডার মাজরাওয়ি

বায়ার্ন মিউনিখ ও মরক্কোর ডিফেন্ডার নুসায়ার মাজরাওয়ি।

স্পোর্টস ডেস্ক :

কোভিডে আক্রান্ত হওয়ার পর হৃদযন্ত্রের সমস্যায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখ ও মরক্কোর ডিফেন্ডার নুসায়ার মাজরাওয়ি। জানা গেছে, অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ ডিফেন্ডারকে। খবর বিবিসির।

বায়ার্ন এক টুইট বার্তায় জানায়, মাজরাওয়ি’র হৃৎপিণ্ড ঘিরে থাকা একটি থলি স্ফীত হয়ে গেছে। যে কারণে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার পাশাপাশি পুরোপুরি বিশ্রামে থাকতে হবে এই ফুটবলারকে।

মাজরাওয়ি সবশেষ ম্যাচ খেলেন কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে। সে ম্যাচে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় মরক্কোর রূপকথার যাত্রা। এর আগে, কোভিড সমস্যার কারণে শেষ আটে পর্তুগালের বিপক্ষে খেলা হয়নি তার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ