• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:২২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ রাত ১২:৩০



ঝিকরগাছায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

ইসমাইল হোসেন, যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গদখালীর নিত্যানন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা: নাছিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ডা: মো: নাসির উদ্দীন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোঃ মনিরুজ্জামান।

এসময় ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, এ্যডভোকেট আব্দুল কাদের আজাদ ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->