• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৮:০৪ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

জয়ের আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ


রবিবার ২৫শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:২৯



জয়ের আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

ছবি সংগৃহীত

ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ৬ উইকেট। এ সময় টিম ইন্ডিয়ার প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমনই। দিনের শুরুতেই সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ তিন উইকেট শিকার করায় জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। 

তবে সে স্বপ্ন আর বাস্তবায়ন হতে দিলেন না শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন। দুজন বুক চিতিয়ে লড়াই করেছেন। তাতে বাংলাদেশের জয় উঁকি দিলেও আড়ালে চলে গেছে। টাইগারদের মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় এ দুই ব্যাটার। 

মিরপুরে ৩ উইকেটে জিতে স্বাগতিকদের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো ভারত। দুজনের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে হার মানতে হয়েছে বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টে হার মানে টাইগাররা। 

এর আগে চতুর্থ দিনের প্রথম সেশনের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরে দেন উনাদকাট। প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভারেই আঘাত হানেন সাকিব। তার ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান উনাদকাট। 

এরপর মাঠে নেমেই পান্ত বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন। ভয় ধরাচ্ছিলেন আগ্রাসী অ্যাপ্রোচে। তবে তাকে বেশি দূর বাড়তে দেননি মেহেদী মিরাজ। মিরাজের ভেতরে ঢোকা দারুণ বলে কাবু হয়ে এলিবডব্লিউতে শিকার ভারতের তারকা ব্যাটার। 

আগের দিন থেকে সবচেয়ে সাবলীল খেলছিলেন আকসার। এদিন নেমেও তার ব্যাটে ভরসা পাচ্ছিল ভারত। কিন্তু তিনিও এদিন ব্যর্থ। মিরাজের টার্ন করে ভেতরে ঢোকা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে পরাস্ত হন। লাইন মিস করে তার পায়ে লাগে স্টাম্প ভেঙে যায়। 

দলীয় ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। টেস্ট ক্যারিয়ারে মিরাজ পুরো করেন নবম পঞ্চম উইকেট। তার স্পিন যেভাবে ফণা তুলছিল, তাতে এই ম্যাচে স্পষ্ট দাপট ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম ঘণ্টায় ৩ উইকেট শিকারের সেই চাপ জারি থাকেনি পরে। অশ্বিন-শ্রেয়াস মিলে ভারতকে পাইয়ে দেন কষ্টার্জিত জয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ