• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ০৯:২৭:৫৪ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

আইপিএলের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি, নেই সাকিব-লিটন


শনিবার ২রা ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪১



আইপিএলের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি, নেই সাকিব-লিটন

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। যার জন্য ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। সেখানে নাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারের। তবে সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের নাম নেই তালিকায়। এমনকি নেই গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা ‍লিটন দাসের নামও। সাকিব-লিটন দুজনকেই এবার কলকাতা নিলামের আগেই ছেড়ে দিয়েছিল। 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন— মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। 

নিলামের জন্য নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের তালিকায় স্বাভাবিকভাবেই ভারতীয়দের সংখ্যা বেশি। এবারের নিলামে নাম জমা দিয়েছেন মোট ৮৩০ ভারতীয় ক্রিকেটার। বিভিন্ন দেশের ক্রিকেটার আছেন ৩৩৬ জন। এদের মধ্যে ২১২ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া অভিষেক হয়নি এরকম ক্রিকেটার আছেন ৯০৯ জন, ৪৫ জন সহযোগী দেশের। 

এবারের তালিকায় রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রসহ আরও অনেক বড় তারকার নাম। ইনজুরির ঝুঁকি নিয়েও নাম দিয়েছেন জশ হ্যাজলউড। তবে একই কারণে তালিকায় নাম নেই ইংল্যান্ডের জোফরা আর্চার ও শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। 

জানা গেছে, স্টার্ক, কামিন্স, হেড, মিচেল, রবীন্দ্র ও হ্যাজলউডকে নিয়ে এবারের নিলামে বেশ প্রতিযোগিতা চলতে পারে। নিলামে ২৫ ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্শাল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। ভারতের বাকি ১৪ রয়েছেন ৫০ লক্ষ রুপি দামের তালিকায়। 

এছাড়া সর্বোচ্চ ভিত্তিমূল্যের ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন— মুজিব-উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

সবমিলিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবেন। যাদের মধ্যে ৩০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার। সর্বসাকুল্যে ২৬২.৯৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে দলগুলো।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->