• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ সকাল ১০:০০:১৬ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

তিতুমীর শিক্ষার্থীদের অনশন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক


রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪৬



তিতুমীর শিক্ষার্থীদের অনশন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

তিতুমীর শিক্ষার্থীদের অনশন

ঢাকা: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমীর কলেজকে শিক্ষার্থীরা। অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিতুমীর কলেজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাসেল আহমেদ। এর আগে তিনি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা করেন।  ডা. রাসেল আহমেদ বলেন, অনশনরত শিক্ষার্থীদের শরীরে পানি শূন্যতার কারণে তাদের ব্লাড প্রেসার কমে যাচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এখানে তাদের আর চিকিৎসা দেওয়া সম্ভব না। তাদের যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে তাদের শরীরে শর্টটার্ম এবং লংটার্মে বড় ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। পানি শূন্যতার কারণে তাদের মধ্যে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়েছে। এর ফলে তাদের কিডনির কর্মক্ষমতা কমে যাচ্ছে। তাদের অবস্থা অবনতি দিকে যাচ্ছে। বিশেষ করে যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব না। এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য 'ব্লকেড টু নর্থ সিটি' কর্মসূচি শিথিল করেছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাখালীতে রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধের করবেন না তারা। তবে তার পরিবর্তে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।  দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে ব্রিফিং করে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সুত্র: বাংলা নিউজ

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->