• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৭:২২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

দুইশোর আগেই শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিলো নিউজিল্যান্ড


বৃহঃস্পতিবার ৯ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০১



দুইশোর আগেই শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে তারা। অন্যদিকে, নিউজিল্যান্ডের লড়াইটা সেমি ফাইনালে ওঠার। বর্তমানে চতুর্থ স্থানে আছে তারা। আজ জিতলে সেমির পথ অনেকটাই নিশ্চিত হবে গতবারের রানার্সআপদের। এমন অবস্থায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। 

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক প্রতিফলন ঘটিয়েছেন কিউই বোলাররা। ইনিংসে দ্বিতীয় ওভারেই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন টিম সাউদি। উইকেটের পেছনে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে দুই রানে আউট হন নিশাঙ্কা। 

অপর ওপেনার কুশল পেরেরা এবারের বিশ্বকাপে লঙ্কানদের পক্ষে দ্রুততম অর্ধশতক তুলে নেন। ২৮ বলে ৯টি চার ও দুই ছক্কায় ৫১ রানে থামে তার ইনিংস। মিচেল স্যান্টনারের ক্যাচ বানিয়ে তাকে সাজঘরে ফেরান লোকি ফার্গুসন।

পেরেরা আউট হওয়ার পর দ্রুতই উইকেট হারায় লঙ্কানরা। স্কোরবোর্ডে ১০৪ রান উঠতে নেই ছয় উইকেট। সেখান থেকে মাহিশ থিকসানার ৯১ বলে অপরাজিত ৩৯ রানের ধৈর্যশীল ইনিংস লঙ্কানদের দেড়শ রান পার করতে সাহায্য করে। শেষ পর্যন্ত ১৭১ রানের সাদামাটা সংগ্রহে থামে শ্রীলঙ্কার ইনিংস।  

নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন বোল্ট। দুটি করে উইকেট পান ফার্গুসন, রবীন্দ্র ও স্যান্টনার। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৪৬.৪ ওভারে ১৭১/১০। (নিশাঙ্কা ২, পেরেরা ৫১, মেন্ডিস ৬, সাদিরা ১, আসালাঙ্কা ৮,ম্যাথিউস ১৬, ডি সিলভা ১৯, করুনারত্নে ৬, থিকসানা ৩৮* , চামিরা ১, মাদুশাঙ্কা ১৯ ; বোল্ট ১০-৩-৩৭-৩, সাউদি ৫-০-৪৩-১, ফার্গুসন ১০-২-৩৫-২, স্যান্টনার ১০-২-২২-২, রবীন্দ্র ৭.৪-০-২১-২, ফিলিপস ১-০-৩-০)

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->