• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০২:৪০:১৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৩৪



গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইরানের পাশাপাশি যুক্তরাজ্যেরও নাগরিকত্ব আছে তার। খবর আল জাজিরার।

‘দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার জন্য’ আলিরেজা আকবরীকে বুধবার (১১ জানুয়ারি) তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাকে ‘দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয়টি বিবৃতিতে আরও বলে, নিজের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে আলিরেজা আকবরী যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস- এমআই৬ এর গুরুত্বপূর্ণ গুপ্তচর হয়ে উঠেছিলেন।

এদিকে, আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর না করতে এবং অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, এই মৃত্যুদণ্ড বর্বর এক শাসকগোষ্ঠীর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ। এটি মানবজীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ