স্পোর্টস ডেস্ক:
আঙুলের চোটে পড়ে সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। তার বদলি হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। বুধবার (৮ নভেম্বর) ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বিশ্বকাপে দলের সাথে যুক্ত হওয়াকে তিনি গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশিষ্ট একটি ম্যাচে সুযোগ পেলেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মানছেন তিনি। ক্যাচ ধরে হোক অথবা ব্যাটিংয়ে দলের জয়ে অবদান রাখতে চান বিজয়।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেয়ার কথা নিশ্চিত করে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের।
মন্তব্য করুনঃ