• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৪:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সোমবার ২রা অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১২



শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের মূল পর্ব শুরুর পূর্বে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

প্রস্তুতি ম্যাচে নির্ধারিত একাদশ থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সারেন। সেক্ষেত্রে একজন ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই। 

এর আগে, নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা। বড় সংগ্রহের আভাস দেয়া লঙ্কানদের ২৬৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। 

২৬৪ রানের জবাবে বাংলাদেশকে ১৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লিটন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৮৪ রান করেন তানজিদ। ৪৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। 

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় পেয়েছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->