• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতির ৪র্থ দিন, রোগীদের ভোগান্তি চরমে


শনিবার ৪ঠা মার্চ ২০২৩ দুপুর ০১:৪৫



খুলনায় চিকিৎসকদের কর্মবিরতির ৪র্থ দিন, রোগীদের ভোগান্তি চরমে

ছবি : সংগৃহীত

মফস্বল ডেস্ক :

খুলনায় টানা চতুর্থ দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি দল বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানালেও, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। এদিকে, টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা।

চিকিৎসকদের টানা কর্মবিরতিতে চিকিৎসা না পেয়ে উৎকণ্ঠায় হাসপাতালে আসা অনেকেই। এরইমধ্যে অনেকে হাসপাতাল ছেড়েছেন। বন্ধ রয়েছে ডায়াগনস্টিক সেন্টারগুলোও।

চিকিৎসকদের সংগঠন বিএমএ বলছে, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর একটি ক্লিনিকে চিকিৎসক নিশাত আবদুল্লাহর ওপর হামলাকারী পুলিশ সদস্য গ্রেফতার না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। পাশাপাশি নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানায় খুলনা বিএমএ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->