• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৭:৩৪:২৬ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন রোনালদোর


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০৯



ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন রোনালদোর

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপকে ঘিরে বর্তমান থেকে সাবেক ফুটবলার সকলেই নিজেদের মতামত প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, এবারের বিশ্বকাপের শিরোপা জিততে পারে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। তবে, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জানালেন ভিন্ন কথা। 

লন্ডনভিত্তিক ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেন। সেখানেই তিনি জানান, ব্রাজিলের সাথে যদি পর্তুগাল ফাইনাল খেলতে পারে তাহলে সেটি হবে স্বপ্ন পূরণের মতো। 

রোনালদো বলেন, ‘ব্রাজিলের ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে তার দেশের মুখোমুখি হবে পর্তুগাল। সত্যি বলতে, এটা একটা স্বপ্নের মতো।’

ফুটবল বিশ্বকাপে সবসময়ই ব্রাজিল কঠিন এক প্রতিপক্ষ। নিজ দল পর্তুগালের জন্য ফাইনাল খেলা যে সহজ হবে না সেটিও জানেন রোনালদো। মজার ছলে ব্রাজিলের সাথে ফাইনাল খেলতে চাওয়া রোনালদো বলেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতার আসর হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটা সহজ কাজ নয়। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সবসময় স্বপ্ন দেখছি।’

রোনালদো মনে করেন, এবারের বিশ্বকাপ অন্য যেকোন বারের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হবে। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বকাপের মত বড় মঞ্চে লড়াই করা। সম্ভবত এটি সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ