• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:০৩ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

আগামী নির্বাচনেও মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে: আক্তারুজ্জামান এমপি


রবিবার ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৩



আগামী নির্বাচনেও মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে: আক্তারুজ্জামান এমপি

সমাবেশে বক্তব্য রাখছেন এমপি আক্তারুজ্জামান।

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি :

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শনিবার(৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এ্যান্ড কলেজ থেকে র‌্যালীটি বের করা হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনয় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ কুমার সাধু ও অধ্যক্ষ ড. চয়ন কুমার সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->