• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারিয়াকান্দিতে মাষকলাইয়ের বাম্পার ফলন, স্বস্তিতে কৃষকরা


বৃহঃস্পতিবার ২২শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:০৯



সারিয়াকান্দিতে মাষকলাইয়ের বাম্পার ফলন, স্বস্তিতে কৃষকরা

মাষকলাই তুলছেন কৃষক ও কৃষাণীরা।

জাফরুল সাদিক, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি :

মাষকলাইয়ের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কৃষকদের মুখে।

চরাঞ্চলের এসব জমিতে সেচ নির্ভর অন্য কোন ফসল চাষ করা সম্ভব না হওয়ায় চাষীরা ব্যাপক হারে মাষকালাই চাষ করেছেন বলে জানান স্থানীয় কৃষকরা।

ইতোমধ্যে শুরু হয়েছে মাষকালাই ঘরে তোলার কাজ। কৃষক ও কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন মাষকলাই মাড়াইয়ে। বাজারে মাষকলাইয়ের ভালো দাম থাকায় স্বস্তি বোধ করছেন মাষকলাই চাষীরা।

উপজেলার চরাঞ্চলে ৫শ ৪০ হেক্টর জমিতে মাষকালাইয়ের চাষ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে বলেও জানায় অফিসটি।

তবে মাষকলাই চাষে স্থানীয় কৃষকদের সার্বক্ষনিক সহযোগীতা করায় ভালো ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->