• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩২ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

অতিমানবীয় ইনিংসে যেসব কীর্তি গড়লেন ম্যাক্সওয়েল


বুধবার ৮ই নভেম্বর ২০২৩ সকাল ১১:০৯



অতিমানবীয় ইনিংসে যেসব কীর্তি গড়লেন ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। বিশ্বকাপের মঞ্চে অতিমানবীয় ইনিংস খেলে তারই যথার্থতা প্রমাণ করলেন ম্যাক্সওয়েল। চরম ব্যাটিং ব্যর্থতায় ধুকতে থাকা দলকে এক হাতে টেনে তুলেন তিনি। ১২৮ বলে খেলেন ২০১ রানের নান্দনিক ইনিংস। যেখানে ১০টি ছক্কার পাশাপাশি ২১টি চার মারেন। এর সাথে সাথে রেকর্ডবুকে নিজের জায়গা করে নেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ রানের মালিক এখন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের অষ্টম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারায় তারা। ম্যাচের আবহ দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের জয় সময়ের ব্যাপার মাত্র। এরপর ৮ম উইকেটে জুটিতে প্যাট কামিন্সকে সাথে নিয়ে ২০২ রানের জুটিতে অবিশ্বাস্য জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় প্রথম দ্বিশতকের মালিকও এখন ম্যাক্সওয়েল। রান তাড়ায় আগের সর্বোচ্চ রান ছিল ফাখার জামানের (১৯৩)।

এছাড়া ওয়ানডেতে ছয় নম্বরে বা এর নিচে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন ম্যাক্সওয়েলের দখলে।

ওয়ানডেতে অষ্টম উইকেটে জুটিতে রেকর্ড সর্বোচ্চ ২০১ রানের মালিকও ম্যাক্সওয়েল ও কামিন্স। এর আগের রেকর্ডটি ছিল ২০০৬ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও অ্যান্ড্রু হলের ১৩৮ রানের জুটি।

এই মহাকাব্যিক ইনিংসে ম্যাক্সওয়েল ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলকেও জায়গা করে দেন রেকর্ডবুকে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও এটিই। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জিতেছিল তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->