গাছ-গাছালির নিচে বানানো ছোট মাচা। মাচায় কাত হয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন শাড়ি পরিহিত এক নারী। পাশেই বাঁধা একটি গরু। ঠিক যেন শান্ত নিরিবিলি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।
তবে সেই নিরিবিলি দৃশ্যে ব্যাঘাত ঘটাল একটা সাপ। তাও যে সে সাপ নয়, বিষধর গোখরা সাপ। আর সাপটি অন্য কোথায় নয়, উঠেছে বিশ্রামরত ওই নারীর শরীরে। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে হাড়হিম করা এই দৃশ্য। বলার অপেক্ষা রাখে না ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানায়, ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। টুইটারে তা শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নন্দা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপর কি হলো? ওই নারীর কি কোনো ক্ষতি হয়েছে।
অবশ্য টুইটারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সুশান্ত নন্দা নিজেই। জানিয়েছেন, সাপটি বেশ কিছুক্ষণ এভাবে ছিল। ওই নারী ততক্ষণ একটুও নড়েননি। কিছুক্ষণ পরে সাপটি তার শরীর বেয়েই চলে যায়।
নেটিজেনদের অনেকেই ওই নারীর সাহসের প্রশংসা করেছেন। এখনও পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।
মন্তব্য করুনঃ