• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৯:১৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

কাতার বিশ্বকাপ: আজ মাঠে নামছে ৮ দল


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ দুপুর ০১:০৫



কাতার বিশ্বকাপ: আজ মাঠে নামছে ৮ দল

ছবি : সংগৃহীত

জমে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবল। মাসব্যাপী চলবে এ টুর্নামেন্ট। আজ মাঠে নামবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের আট দল। স্বাগতিক কাতার ছাড়াও আজ মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। চলুন এক নজরে দেখে নেয়া যাক বিশ্বকাপে রয়েছে যেসব খেলা।

ওয়েলস-ইরান
ওয়েলস-ইরান ম্যাচ দিয়ে আবারো মাঠে গড়াচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের রাজনৈতিক গ্রুপের ম্যাচ। শুক্রবার কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে বিকেল ৪টায়।

দু’দলের কোনো দলই তাদের এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে জিততে পারেনি। তাই পয়েন্ট অর্জনের সমান সুযোগ থাকছে দু’দলের কাছেই। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরান রীতিমতো বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ডের কাছে। এশিয়ার এই টিম ইংল্যান্ডের কাছে হেরেছে ৬-২ ব্যবধানে। অন্যদিকে গ্যারেথ বেলের শেষ মুহূর্তের গোলে আমেরিকার সাথে ১-১ গোলে ড্র করেছে ওয়েলস।

কাতার-সেনেগাল
আজ কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার ও সেনেগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৭টায়।

এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিক কাতারের। প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি সেনেগালও। নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছে আফ্রিকান চ্যাম্পিয়নরাও।

নেদারল্যান্ডস-ইকুয়েডর
আজ কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ১০টায়।

গত বিশ্বকাপে জায়গা না পেলেও এবারের বিশ্বকাপে দারুণ সূচনা করেছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। প্রথম ম্যাচে দু’দলই পেয়েছে ২-০ গোলের জয়। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে হারিয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে এনের ভ্যালেন্সিয়ার জোড়া গোলে স্বাগতিক কাতারকে হারিয়েছে ইকুয়েডর। আজকে যেই দল জিতবে তারা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এগিয়ে থাকবে। দু’দলই তাই জয় পেতে মরিয়া।

ইংল্যান্ড-আমেরিকা
রাউন্ড অব ১৬ নিশ্চিত করার লক্ষ্যে রাতে মাঠে নামবে ইংল্যান্ড। কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আমেরিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ১টায়।

এবারের বিশ্বকাপের দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। অন্যদিকে, আমেরিকা প্রথম ম্যাচে ওয়েলসের সাথে ১-১ গোলে ড্র করেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ