• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০১:০৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৪:৪৫ পিএম, ৩১ অক্টোবর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

পাবনায় কৃষক হত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন কারাদণ্ড


সোমবার ৩১শে অক্টোবর ২০২২ বিকাল ০৪:৪৫



পাবনায় কৃষক হত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত

পাবনা সদর উপজেলার চর তারাপুরে সালাম নামে এক কৃষককে হত্যার দায়ে ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৭ নভেম্বর সদর উপজেলার চরতারাপুর ভাদুরিডাঙ্গায় কৃষক আবদুস সালাম জমিতে কাজ করার সময় পূর্ববিরোধের জের ধরে সাজাপ্রাপ্তরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। রায়ের দিন ১৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৬ আসামি পলাতক রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->