• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৯:০০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-২০ দল ঘোষণা, সূর্যকুমার নয়া অধিনায়ক


মঙ্গলবার ২১শে নভেম্বর ২০২৩ সকাল ১১:১০



অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-২০ দল ঘোষণা, সূর্যকুমার নয়া অধিনায়ক

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য থেকে বিশ্বকাপ ফাইনালে এসে হার! সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। আর বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসের রেশ তো আরও কদিন থাকবেই অস্ট্রেলিয়ার। ঘরে ফিরে এই জয়োৎসব সহসাই করা হচ্ছে না অজিদের। তাদেরকে ভারতে থাকতে হবে আরও কিছুদিন। 

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আবারও মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তা টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজকে সামনে রেখে সোমবার (২০ নভেম্বর) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। 

বিশ্বকাপ খেলা খেলোয়াড়দের ক্লান্তি মাথায় রেখেই স্কোয়াড দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেও এই সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। 

দুই দল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ২৩ নভেম্বর। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। 

ভারতের স্কোয়াড: 
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->