• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:৫৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

চূড়ান্ত বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ


সোমবার ১৪ই নভেম্বর ২০২২ দুপুর ০১:১৯



চূড়ান্ত বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ

ছবি : সংগৃহীত

বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। আর বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের জন্য বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত এক হোটেলে।

চলতি মাসের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছিল। তবে এবার নির্দিষ্ট দিনক্ষণও জানা গেল। এদিকে ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো বেশকিছু বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। যেমন পাকিস্তানের মোহাম্মদ হারিস খেলবেন সিলেটের হয়ে। এ ছাড়া আফগান মারকুটে ব্যাটার ইব্রাহিম জাদরানকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।

এদিকে আর্থিক সংকটে বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকার মালিকানা পাওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। আগেরবার তারা সিলেট সানরাইজার্সের মালিকানা পেয়েছিল। এবার নিজেদের অপারগতার কথা চিঠি দিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানিয়েছে তারা। এতেই দারুণ বিপাকে পড়তে হচ্ছে ঢাকার মালিকানা নিয়ে।

এর আগে বিপিএলে দল পেতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়, যারা পরবর্তী তিন আসরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বরে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ