নাটোর লালপুরে সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলার পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার পানঘাটা গ্রামের মোঃ মোকছেদ কাজীর ছেলে মোঃ নূরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার মালিপাড়া গ্রামের মোঃ জুলফিকার গাজীর ছেলে মোঃ সাইফুল ইসলাম।
এ ঘটনায় ভূক্তভোগীরা বাদী হয়ে লালপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুনঃ