• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৬:৪০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার কপাল পুড়তে পারে টাইব্রেকারে ম্যাচ গড়ালে!


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:৫৯



আর্জেন্টিনার কপাল পুড়তে পারে টাইব্রেকারে ম্যাচ গড়ালে!

ছবি : সংগৃহীত

ক্রোয়েশিয়া কী গত বিশ্বকাপের পুনঃমঞ্চায়ন করবে? নাকি আরও একবার আর্জেন্টিনার ফাইনালে উঠা হবে। মেসিদের এই পথ পাড়ি দিতে বড় বাধা হতে পারে টাইব্রেকার।

পরিসংখ্যান বলছে, টাইব্রেকারে ম্যাচ গড়ালেই কপাল পুড়তে পারে আর্জেন্টিনার। কেননা, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া নির্ধারিত সময়ের থেকেও টাইব্রেকে বেশি সফল। এই বিশ্বকাপে দুই টাইব্রেকের পাশাপাশি আগের বিশ্বকাপেও দুই টাইব্রেকে জয় দলটির নামের পাশে।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেললেও নির্ধারিত সময়ে মাত্র ১ জয় ক্রোয়েশিয়ার। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র ১ জয় ক্রোয়াটদের। শেষ ১৬ এর নির্ধারিত সময়ে জাপানের বিপক্ষে ১-১ গোলের ড্র। টাইব্রেকে লুকা মদ্রিচের দলের জয় ৩-১ গোলে। শেষ আটের লড়াইয়েও ব্রাজিলকে নির্ধারিত সময়ে আটকে দেয়ার পর টাইব্রেকে ৪-২ গোলের জয় পায় ক্রোয়েশিয়া।

শুধু এই বিশ্বকাপই নয়, গত বিশ্বকাপেও শেষ ১৬ আর ৮ এর পথ একইভাবে পাড়ি দিয়েছিল লুকা মদ্রিচের দল। অথচ এর আগের তিন বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ক্রোয়াটরা। জয় ছিল মাত্র একটি করে। তাইতো এই ক্রোয়েশিয়া এখন টাইব্রেকার নির্ভর এক দল। আর সেখানেই চূড়ান্ত সফল তারা। আর তাদের এই সমীকরণই ভয়ের কারণ আর্জেন্টিনার জন্য।

তবে, আলবিসেলেস্তারা আশার পারদ বুকে বাঁধতে পারেন। নিধারিত সময়ে খেলা শেষ না হলেও স্বপ্ন দেখতে পারেন একজন এমিলিয়ানো মার্টিনেজে।

কোপা আমেরিকায় টাইব্রেকে দলের কাণ্ডারি বনে যাওয়া মার্টিনেজ এই বিশ্বকাপেও চিনিয়েছেন নিজের জাত। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকে জয়ের কারিগর এই বাজপাখিই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->