• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:১০ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

এবারের বিপিএল নিয়ে সুখবর দিলো বিসিবি


বৃহঃস্পতিবার ৪ঠা জানুয়ারী ২০২৪ সকাল ১১:২৯



এবারের বিপিএল নিয়ে সুখবর দিলো বিসিবি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

আর কিছুদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। বিপিএল আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। ডিআরএস না থাকা, বাজে উইকেটের কারণে প্রতি আসরেই সমালোচিত হয় বিপিএল। তবে এবার আগে থেকেই বেশ সতর্ক বিসিবি। বিপিএল নিয়ে সুখবরও দিয়েছে তারা। 

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, এবারের বিপিএলের উইকেট অন্য যে কোনো বারের চেয়ে ভালো হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটের সঙ্গে মিল রেখে এবারের উইকেট তৈরি করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে যোগ করেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটেই বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে আলোচনা শেষে মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইবো বিপিএলে যেন প্রচুর রান হয়। তবে সেক্ষেত্রে ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি তৈরি করার চেষ্টা করে আমরা সেরকম চেষ্টা করবো।’ 

আবহাওয়া ভালো থাকলে বিশ্বকাপ সমতুল্য উইকেট তৈরি করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে তাতে শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করবো ভালো উইকেট তৈরি করতে। আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->