• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৯:২২ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বিতর্কিত রেফারি লাহোজ!


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:০১



ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বিতর্কিত রেফারি লাহোজ!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

রেফারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বিশ্বকাপের বিতর্কিত রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ। এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যমগুলোর। সম্প্রতি লা লিগার একটি ম্যাচে ১৫টি হলুদ কার্ড ও ২টি লাল কার্ড দেখিয়েছেন ৪৫ বছর বয়সী আলোচিত এ রেফারি। আপাতত ম্যাচ পরিচালনা থেকেও লাহোজকে অব্যাহতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

অ্যান্টনিও মাতেও লাহোজ; এ রেফারিকে চেনেন না এমন ফুটবলপ্রেমী এখন বিশ্বের কোথাও নেই বললেও ভুল হবে না। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেমিফাইনাল ম্যাচে মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তার এমন বিতর্কিত কাণ্ডে কড়া সমালোচনারও স্বীকার হয়েছিলেন লাহোজ। পরিস্থিতি এতোটাই জটিল হয়ে উঠেছিল যে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং লিওনেল মেসিও।

বিশ্বকাপ শেষ হলেও স্বভাব মোটেও বদলায়নি এ স্প্যানিয়ার্ডের, থামেনি তার কার্ড দেখানোর উৎসব। সম্প্রতি লা লিগায় এসপানিওলের বিপক্ষে খেলতে নেমেছিলো বার্সেলোনা। সেখানেও দেখা মিলেছে লাহোজের হলুদ আর লাল কার্ডের মেলা।

ওই খেলার পুরোটা সময় জুড়েই কার্ড দেখানোতে ব্যস্ত ছিলেন ৪৫ বছর বয়সী এ রেফারি। বার বার তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন ফুটবলাররা। বার্সা ও এস্পানিওলের মোট ১২ জন ফুটবলারকে ১৫টি হলুদ কার্ড দেখিয়েছেন লাহোজ। এমনকি বার্সা কোচ জাভি হার্নান্দেজও দেখেছেন লাল কার্ড! এ ম্যাচে ভিএআর এর হস্তক্ষেপে সিদ্ধান্তও বদলে ফেলেছিলেন লাহোজ।

শুধু লা লিগা নয়, কোপা দেল রে’র ম্যাচেও থামেনি তার কার্ড দেখানোর খেলা। তবে কোনো খেলোয়াড়কে নয়। কার্ড দেখেছেন স্বয়ং সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলি! কার্ড দেখানোর ব্যাপারে এমন নেশার কারণে তীব্র সমালোচনার শিকার হয়েছেন এ রেফারি। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন লা লিগা খেলা ফুটবলাররাও।

আর এজন্যই, আপাতত আগামী এক সপ্তাহ তাকে কোনো ম্যাচ পরিচালনার কাজে রাখছে না স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এছাড়াও, পরবর্তীতে তিনি আবার কখন ম্যাচ রেফারিংয়ের দায়িত্ব পাবেন সেটিও অনিশ্চিত। গণমাধ্যমের খবর এসব কারণে নিজের বাঁশি তুলে রেখে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন লাহোজ।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে চলতি মৌসুমের শেষেই রেফারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লাহোজ। তবে দেখার বিষয় মৌসুমে আর কটি ম্যাচ পরিচালনার দ্বায়িত্ব পান এ রেফারি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ