• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৫:৫৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার; নেইমার


মঙ্গলবার ২৯শে নভেম্বর ২০২২ বিকাল ০৪:৩৪



ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার; নেইমার

ছবি : সংগৃহীত

ক্যাসেমিরো’র একমাত্র গোলে প্রথমবারের মতো বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়েছে ব্রাজিল। আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে রাউন্ড অব সিক্সটিনথ নিশ্চিত করেছে সেলেসাওরা। ক্যাসেমিরোর বীরত্ব জয় পাওয়ার পড় দলটির সবচেয়ে বড় তারকা খেলোয়াড় নেইমার বলেন, ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় গ্রুপ পর্বের ২ ম্যাচের জন্য ছিটকে যান ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার। সবকিছু ঠিক থাকলে রাউন্ড অব সিক্সটিনথে ফিরবেন এই ব্রাজিলিয়ান তারকা।

সুইজারল্যান্ড ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে নেইমার বলেন, কাসেমিরো দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার। তিনি দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে কাজ করেন, তিনি পিছন থেকে দুর্দান্ত ট্যাকল করে বল দখল করতে পারদর্শী। ক্যাসেমিরোর পজিশনিং জ্ঞান অতিমানবীয়, কিন্তু যখন সে পেছন থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের বল নিজের নিয়ন্ত্রণে নেন সেটা দলের জন্য গুরুত্বপূর্ন।

নেইমারের টুইট করা পোস্টে সহমত প্রসূন করেন সেলেসাও মাস্টার মাইন্ড তিতে। ব্রাজিলিয়ান কোচও মনে করেন, ক্যাসেমিরো সবার উর্ধে।

২ ডিসেম্বর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ