স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা ছিল সাতে। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হেরেছে, অন্যদিকে বাংলাদেশ জিতেছে। ফলে লঙ্কানদের পেছনে ফেলে আবারও সাত নম্বরে ওঠেছে বাংলাদেশ।
আজ রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯১।
১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে-রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান।
১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৮ পয়েন্ট নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। আর ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।
মন্তব্য করুনঃ