• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৪৬:০৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

চীনে বাদুড়ের শরীরে করোনার মতোই নতুন ভাইরাসের সন্ধান


শনিবার ২৬শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫৬



চীনে বাদুড়ের শরীরে করোনার মতোই নতুন ভাইরাসের সন্ধান

ছবি : সংগৃহীত

চীনে বাদুড়ের শরীরে করোনার মতোই নতুন এক ধরনের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা নতুন এ ভাইরাসটির নাম দিয়েছেন BTSY-2। খবর বিবিসির।

চীনের ইউনান প্রদেশে বাদুড়ের শরীরে শনাক্ত হওয়া এই ভাইরাস মানুষ ও গবাদিপশুর শরীরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা মহামারির সঙ্গে সম্পৃক্ত সার্স-কোভ-টু ভাইরাসের গঠনের সাথে এর মিল রয়েছে বলে মনে করা হচ্ছে।

শেনজেনের সান ইয়াৎ-সেন বিশ্ববিদ্যালয়, ইউনান ইনস্টিটিউট অব অ্যান্ডেমিক ডিজিজ কন্ট্রোল ও ইউনিভার্সিটি অব সিডনির বিজ্ঞানীরা এই গবেষণাটি করেন। প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের পাঁচটি ধরণ শনাক্ত করা হয়েছে। চীনের দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশকে বাদুড়বাহিত রোগের হটস্পট হিসেবে মনে করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ