জাফরুল সাদিক, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি :
যতদুর চোখ যায় হলুদ আর হলুদ। বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের মেলা। এ যেন অপরূপ সাজে সেজে থাকা এক অনিন্দ সুন্দর প্রকৃতি হলুদ মাখা মাঠে সঙ্গীতের সূরের মতো মুগ্ধতা ছড়াচ্ছে মৌমাছির গুঞ্জন।
বুধবার(২৮ ডিসেম্বর) সরেজমিন বগুড়ার সারিয়াকান্দিতে এমনই দৃশ্য মিলছে কৃষকের সরিষা মাঠে।
এ দৃশ্যে কৃষকের শুধু মন ভরছে এমন নয়, ভালো ফলনের আশায় স্বপ্নও বুনছেন তারা। তাদের চোখে মুখে ফুটছে আনন্দের প্রতিচ্ছবি। খরচ পুষিয়ে বেশী লাভের স্বপ্ন দেখছেন তারা।
চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে সরিষা চাষ করায় বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিস। এবছর ২ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে বলেও জানিয়েছে অফিসটি।
এদিকে সরিষা চাষে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান সহ সার্বক্ষনিক পরামর্শ দেয়া হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম।
মন্তব্য করুনঃ