• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৩৮:৪৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযান, ইয়াবা সহ যুবক আটক


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪৬



বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযান, ইয়াবা সহ যুবক আটক

আটক জাফর হাওলাদার।

সৈকত মন্ডর, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের দাকোপ থানা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা সহ জাফর হাওলাদার নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) বিকেলে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক জাফর হাওলাদার বাগেরহাট জেলার কানাইনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জেলার দাকোপ থানার কাটাকালী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা জব্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->