• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:০৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

‘তুমি যে বিশ্বের সেরা সেটা প্রমাণ করতে কখনোই ক্লান্ত হও না’


বুধবার ১৪ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:৫৪



‘তুমি যে বিশ্বের সেরা সেটা প্রমাণ করতে কখনোই ক্লান্ত হও না’

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ লিওনেল মেসির উদ্দেশে বলেছেন, তুমি যে বিশ্বের সেরা সেটা প্রমাণ করতে কখনোই ক্লান্ত হও না।

নিজের স্বীকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্টোরিতে সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির প্রশংসায় এভাবেই মাতেন এই উরুগুয়ান তারকা। বলেন, এই মেসি ছেলেটা ফুটবলকে যা কিছু দিয়েছে সবার উচিত দাঁড়িয়ে তাকে সাধুবাদ জানানো। দারুণ বন্ধু।

আর মাত্র একটি ম্যাচ সফলভাবে পাড়ি দিতে পারলেই মেসির হাত ছোঁবে সোনালি ট্রফি। ক্রোয়েশিয়ার বিপক্ষে অধিনায়কোচিত পারফরম্যান্সে আরও একবার দিলেন সামনে থেকে নেতৃত্ব, আর্জেন্টিনা পৌঁছে গেল কাতার বিশ্বকাপের ফাইনালে।

মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। এরপর হুলিয়ান আলভারেজের জোড়া গোলে বড় ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের শেষ গোলটিতে নিখুঁত এক ক্রসের যোগান দিয়ে অবদান রাখেন মেসি। গোটা ম্যাচেই দারুণ ছন্দময় ড্রিবলিং উপহার দেন ক্ষুদে জাদুকর

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->