• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৩:৪৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জে হচ্ছে পার্কসহ দৃষ্টিনন্দন লেক


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ বিকাল ০৩:৩০



হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জে হচ্ছে পার্কসহ দৃষ্টিনন্দন লেক

ছবি : সংগৃহীত

পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের আদলে বিনোদনমূলক পার্কসহ দৃষ্টিনন্দন দুটি লেক নির্মাণ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের নিজস্ব তহবিলসহ বিশ্বব্যাংক ও জাইকার অর্থায়নে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই তিন প্রকল্পের মধ্যে একটির শতভাগ এবং অপর প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে এই তিনটি প্রকল্প সর্বস্তরের মানুষের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

নগরবাসীর বিনোদনের চাহিদাকে গুরুত্ব দিয়ে বিশুদ্ধ পরিবেশ সৃষ্টি করতে এসব প্রকল্পের কথা জানান মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভী।

যান্ত্রিক কোলাহল থেকে মানুষকে স্বস্তি দিতে ও বিনোদনের ব্যবস্থা করতে সবুজ নগরায়ণের পরিকল্পনা হাতে নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের দেওভোগ, বাবুরাইল, নিমতলা, জল্লারপাড় ও জিমখানা এলাকায় বস্তি, পরিত্যক্ত জলাশয় এবং বেশ কয়েকটি খাল পুনরুদ্ধার করে ২০১১ সাল থেকে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে পার্কের অনুমোদন পেয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেওভোগ এলাকায় ১৮ একর জায়গা নিয়ে ৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের আদলে শেখ রাসেল পার্কের নির্মাণকাজ শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন এই পার্কটির ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ শেষ না হতেই পার্কটি নগরবাসীর প্রধান বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

লেকের স্বচ্ছ টলমলে পানি, চারপাশের সবুজ বৃক্ষ ঘেরা বসার বেঞ্চ, পায়ে চলার সরুপথ এবং বিশাল খেলার মাঠই পার্কটির মূল আকর্ষণ। এ ছাড়া দর্শনার্থী ও স্থানীয়দের বিনোদনের জন্য রয়েছে সুইমিংপুল, খোলা মঞ্চ, দৃষ্টিনন্দন সেতু, বোট ক্লাব, ওয়াটার গার্ডেন, ওয়াটার বডি এবং শান বাঁধানো ছয়টি ঘাট। প্রকৃতির সঙ্গে কৃত্রিমতার সংমিশ্রণে গড়া এই পার্কের নজরকাড়া সৌন্দর্য আকৃষ্ট করেছে দর্শনার্থীদের।

পার্কের দক্ষিণ পাশে বাবুরাইল এলাকাজুড়ে শীতলক্ষ্যা নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত ২ দশমিক ৮ কিলোমিটার বিস্তৃত সংযোগ খাল পুনরুদ্ধার ও খনন করে ২০১৯ সালে ২০০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন ও লেক নির্মাণের কাজ শুরু হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বাবুরাইল লেকটির শতভাগ কাজ শেষও হয়েছে। সবুজে ঘেরা দুই পাশে মানুষের চলাচলের প্রশস্ত রাস্তার মধ্য দিয়ে বয়ে চলা দৃষ্টিনন্দন লেকটি সব ধরনের মানুষের নজর কাড়ছে। বিশুদ্ধ বাতাসে বুক ভর নিঃশ্বাস নিতে ও অবসর সময় কাটাতে দূর-দূরান্তের দর্শনার্থীরাও প্রতিদিন আসছেন লেকের সৌন্দর্য উপভোগ করতে।

শহরের বাইরে সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় ৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ খাল উদ্ধার ও খনন করে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ডিএনডি লেক। রাজধানীর হাতির ঝিল প্রকল্পের আদলে জাইকার অর্থায়নে ১০০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সাল থেকে নির্মাণাধীন লেকের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃষ্টির পানি ধারণের জন্য সংরক্ষিত জলাধার হিসেবে কাজ করবে এই লেক। লেকের সৌন্দর্যবর্ধনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তিনটি সেতু, তিনটি ফুট ওভারব্রিজ, এম্ফিথিয়েটার, তিনটি ভাসমান মঞ্চ, নৌকা চালনার ৯টি ঘাট, তিনটি ওয়াটার গার্ডেন, তিনটি ঝুলন্ত বাগান, দুটি ফোয়ারা, দুটি ওয়েটিং সেড, ছয়টি দোলনা ও বসে সময় কাটানোর জন্য ১৩২টি বেঞ্চ। ২০২০ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। তবে চলতি বছরেই লেকের কাজ শেষ হবে বলে আশা করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, নগরবাসীর চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং নারায়ণগঞ্জকে সবুজ নগরীতে পরিণত করতে সিটি করপোরেশনের এসব নানা উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত জায়গা রাখাসহ শিশুবান্ধব নগর গড়তে আরও নানা পরিকল্পনা হাতে নিয়েছি।

এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে মসজিদ, খেলার মাঠ এবং নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণকাজ চলছে বলেও জানান মেয়র আইভী।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ