• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:৩৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা


বুধবার ১০ই মে ২০২৩ দুপুর ১২:৩৮



বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক :

বগুড়া শহরে নাহিদ হোসেন নামে শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৯ মে)  রাতে মালগ্রাম ডাবতলা মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নাহিদ শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রাতে নাহিদসহ ৮/১০ জন ডাবতলা এলাকার একটি ফাঁকা মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০/১২ জনের একটি দল ধারালো অস্ত্র হাতে সেখানে হামলা চালায়। এসময় তারা নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->