• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৬:৩৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৮:৪১ পিএম, ১২ অগাস্ট ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

বাগেরহটের শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৪১



ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বাগেরহটের শরণখোলায় নির্মমভাবে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে নৃসংশ এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন পাপিয়া বেগম ও তার মেয়ে সওদা জেমী। জানা যায় দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দৌড়ে প্রতিবেশীর বাড়ি গিয়ে মেয়েটি মারা যায়। গুরুতর অবস্থায় মা পাপিয়াকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাওহিদুল ইসলাম জানান,পাপিয়া বেগমকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রাতে বাগেরহাটের পুলিশ সুপার এবং মোরেলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এব্যাপারে তদন্ত চলছে।

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->