ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে জয়লাভ করে এগিয়ে আছে টিম টাইগার্স। তাই এ ম্যাচে জয় পেলে এক ম্যাচ আগেই শিরোপা ঘরে তুলবে সাকিব-মুশফিকরা।
বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজি টিভি, টি-স্পোর্টস।
বাংলাদেশ আজ নিজেদের স্কোয়াডে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেসার হাসান মাহমুদের স্থলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিকে ভারত পরিবর্তন করেছে ২টি। শাহবাজ আহমেদের স্থলে অক্ষর প্যাটেল ও কুলদীপ সেনকে জায়গা ছেড়ে দিতে হয়েছে উমরান মালিকের জন্য।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
মন্তব্য করুনঃ