• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১২:৩৮:১১ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

খুলনার ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৫


রবিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৩



খুলনার ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী, ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ১০ফেব্রুয়ারি শনিবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস, তাঁর দুই বছর বয়সী মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী, খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল ও আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী। 

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। 

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ জানান, চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল।  খুলনা থেকে ইটবাহী একটি ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->