• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০০:২৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের


বুধবার ৮ই নভেম্বর ২০২৩ বিকাল ০৩:০৩



নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

নিজেদের অষ্টম ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার।

বুধবার (৮ নভেম্বর) পুনেতে টসে জিতে ডাচদেরকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দু’দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

এই ম্যাচে ইংল্যান্ডের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ছিটকে গিয়েছেন উড এবং লিভিংস্টোন, একাদশে এসেছেন উড ও অ্যাটকিনসন।

অন্যদিকে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ডাচরা। জুলফিকারের পরিবর্তে একাদশে এসেছেন তেজা নিদামানুরু।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’এ খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই জস বাটলারদের। সাত ম্যাচের একটিতে জয় ও ছয়টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরেছে রুট-স্টোকসরা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাউইদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, গাস অ্যাটকিনসন ,ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: উইসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত ও পল ভ্যান ম্যাকেরান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->