জসিম উদ্দিন, বেনাপোল (যশোর)প্রতিনিধি :
ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ২৩ বাংলাদেশী জেলেকে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রতিনিধিরা ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। জেলেদের হস্তান্তরকালে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে দু দফায় আরো ৬৬ জন জেলেকে ফেরত দিয়েছে ভারত সরকার।
গত ১৮ আগস্ট শতাধিক জেলে বঙ্গপোসাগরে মাছ ধরতে যায়। এসময় জেলেদের বহনকারী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা ভাসতে ভাসতে ভারতের সমুদ্র সীমান্তে ঢুকে পড়ে। ৩৬ ঘন্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে। পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুনঃ